
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে গেছে। ভয়ে ওই হিন্দু শিক্ষক দুই দিন বাড়ি থেকে বের হননি।
ঘটনাটি ঘটেছে, ১৩ সেপ্টেম্বর শনিবার রাতে খুলনা জেলা কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে। ভুক্তভোগী হিন্দু শিক্ষক শংকর চন্দ্র মণ্ডল কয়রা উপজেলার মধ্য মহেশ্বরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
হিন্দু শিক্ষক শংকর চন্দ্র মণ্ডল জানান, শনিবার রাতে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে দুর্বৃত্তরা বাড়ির বারান্দার গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। শব্দ শুনতে পেয়ে তিনি ঘরের দরজা খুলে বাইরে এলে হামলাকারীরা তাকে জাপটে ধরে চোখ বেঁধে ফেলে। পরে তার স্ত্রী বেরিয়ে চিৎকারের চেষ্টা করলে দুর্বৃত্তরা তার (শিক্ষকের) গলায় দা ধরে হত্যার হুমকি দেয়। এরপর পাঁচ থেকে সাতজন দুর্বৃত্ত প্রায় চার ভরি স্বর্ণালংকার, নগদ ২৫ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
শংকর মণ্ডলের প্রতিবেশী গ্রামপুলিশের সদস্য পরিমল মণ্ডল বলেন, দুর্বৃত্তরা চলে যাওয়ার পর তিনি এলাকায় ডাকাতির খবর পান। দ্রুত গিয়ে দেখেন, শিক্ষক শংকর মণ্ডল অচেতন হয়ে পড়ে আছেন। পাশে তার পরিবারের লোকজন বসে আছেন। পরে তিনি বিষয়টি থানায় জানান।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, ওই শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনায় আশপাশের মানুষ উদ্বিগ্ন। এলাকাটি থানা থেকে কয়েক কিলোমিটার দূরে। দুর্গম এলাকা হওয়ায় সেখানে সময়মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছতে পারেন না। রোববার ওই শিক্ষক বাদী হয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।