
চা দোকানী রমেন মালোর (৩৫) রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে।
মরদেহ উদ্ধার করা হয়, ২৪ সেপ্টেম্বর বুধবার সকাল ৭টার দিকে মাদারীপুর জেলা শিবচর উপজেলার পাচ্চর বাজারে অবস্থিত রমেন মালোর দোকানের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় তার রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রমেন মালো শিবচর উপজেলার পুলিয়া চন্দা গ্রামের রামা মালোর ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে পাচ্চর বাজার সংলগ্ন মালোপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। পেশায় তিনি চায়ের দোকানদার ছিলেন।
পারিবারিক সুত্রে জানা যায়, গতকাল বিকেলে বাসা থেকে খাবার খেয়ে বের হয় রমেন। রাতেও বাসায় ফেরেনি মোবাইল না থাকায় তার স্ত্রী কোনভাবে যোগাযোগ করতে পারেনি।
শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য মাদারীপুর প্রেরণ করেছি। তবে এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”