সাতক্ষীরায় প্রতিমা ভাংচুর, গ্রেপ্তার মো. আলম আলী।

ছবি: প্রতিমা ভাংচুর।

সাতক্ষীরার তালা উপজেলায় প্রতিমা ভাংচুরের ঘটনায় মো. আলম আলী বিশ্বাস (৩৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

২২ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে সাতক্ষীরা জেলা তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে দূর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।

গ্রেপ্তার মো. আলম আলী বিশ্বাস তালা উপজেলার পাটকেলঘাটা থানার মো. মশিয়ার আলী বিশ্বাসের ছেলে।

মন্দির কমিটির পক্ষ থেকে বলাই দাস জানান, সোমবার রাত ২টা পর্যন্ত মন্দিরে পাহারা দেয়া হয়; কিন্তু টানা বৃষ্টির কারণে পরে তারা ঘুমিয়ে পড়েন। এ মন্দিরে আগে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রাণী সরকার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আমি ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পারি। ঘটনাস্থলে গিয়ে আইনি পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছি। পাশাপাশি শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপনের জন্য সব ধরনের সহায়তা দেয়া হবে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দীন বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্দির কমিটির পক্ষ থেকে মামলা রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *