ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার দীপ্ত কুরি।

ছবি: গ্রেপ্তার দীপ্ত কুরি।

দুর্গা প্রতিমার পাশে থাকা অসুর এর মুখে দাড়ি ও মাথায় সাদা টুপি সংযোজিত একটি ছবি ফেসবুকে পোস্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দীপ্ত কুরি (২৫) কে গ্রেপ্তার করেছে মাগুরা পুলিশ।

গ্রেপ্তার দীপ্ত কুরি মাগুরা জেলা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের পয়ারী গ্রামের গৌতম কুরির ছেলে।

জানাযায়, ২৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে দীপ্ত কুরি তার নিজ নামের ফেসবুক আইডি থেকে এমন একটি ছবি পোস্ট করে। পরে ছবি পোস্টকে কেন্দ্র করে এলাকায় মুসলমানদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দীপ্ত কুরির শাস্তির দাবিতে রাস্তায় বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে পুলিশ তাকে ২৭ সেপ্টেম্বর আটক করে হেফাজতে নেয়।

স্থানীয়রা জানায়, দীপ্ত কুরি প্রতিমার উপর দাড়ি ও টুপি সংযোজিত করে সমস্ত মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তার উপযুক্ত শাস্তি দাবি করে স্থানীয়রা।

দীপ্ত কুরির বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। মামলা করেছেন মাগুরা জেলা পূজা উদ্‌যাপন কমিটির আহ্বায়ক কুমুদ রঞ্জন বিশ্বাস।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, আসন্ন দুর্গা পূজার প্রতিমার ছবি কেটে দুর্গার ডানপাশে অসুরের মুখে দাড়ি ও মাথায় টুপি বসিয়ে ছবি পোস্ট করে দীপ্ত কুরি নামে এক যুবক। এই খবর ছড়িয়ে পড়লে মুসলমানদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দীপ্ত কুরির বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এলাকা এখন শান্ত আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *