দুর্গাপূজার দর্শনার্থীদের ওপর সেনাবাহিনীর হামলা আহত ৭।

শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী অনুষ্ঠান দেখতে আসা দর্শনার্থীদের ওপর সেনাবাহিনীর হামলায় এক বৃদ্ধ নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।

এই হামলার ঘটনা ঘটে, ২৮ সেপ্টেম্বর রবিবার বেলা ২:৩০টার সময় খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নে।

জানা যায়, খাগড়াছড়ি সদরের দিক থেকে একদল খাগড়াছড়-পানছড়ি সড়কের পথে পথে লোকজনকে মারধর, দোকানপাট বন্ধ করে দিতে দিতে কুড়াদিয়াছড়ায় পৌঁছে। সেখানে দুর্গাপূজার ষষ্ঠী অনুষ্ঠান দেখতে এলাকার নারী-পুরুষ জড়ো হয়েছিলেন। সেনাবাহিনীর সদস্যরা সেখানে পৌঁছামাত্রই অনুষ্ঠান দেখতে আসা লোকজনের ওপর কোন কারণ ছাড়াই হামলা চালায় ও লাঠিচার্জ করে। এতে অন্তত ৭ জন আহত হন।

আহতরা হলেন- ১. চাইলামং মারমা, পিতা- মংচাউ মারমা, ২. কেস মং মারমা, পিতা- রাপ্রুচাই মারমা, ৩. শিমুল ত্রিপুরা, পিতা- দুলাল কান্তি ত্রিপুরা, ৪. রিটন ত্রিপুরা, পিতা- শুক্র ত্রিপুরা, ৫. ক্যজরি মারমা, পিতা-কংক্যং মারমা, ৬. উগ্য মা, স্বামী- অংসাই মারমা ও ৭. বীরজিৎ ত্রিপুরা, পিতা-শৈলস ত্রিপুরা।

আহতরা অংগ্যজয় পাড়া ও কুড়াদিয়া ছড়া গ্রামের বাসিন্দা।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে আজ রাতে মন্দিরে ধর্মীয় কীর্তন আয়োজন করা হলেও পরিস্থিতির কারণে মন্দির কর্তৃপক্ষ তা বাতিল করেছে বলে জানা গেছে।

সেনাবাহিনীর এমন বেপরোয়া নিপীড়নের ঘটনায় এলাকার জনমনে যেমন আতঙ্ক বিরাজ করছে, একইভাবে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *