
শারদীয় দুর্গা পুজার সপ্তমী দিন অনুষ্ঠিত হয়েছে গীতা পাঠ ও শঙ্খধ্বনি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
২৯ সেপ্টেম্বর সোমবার রাতে যশোর জেলা সদরে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।

জানাযায়, গীতা পাঠ ও শঙ্খধ্বনি প্রতিযোগিতার এই আয়োজন করে ৩ নং বৈদিক গুরুকুল যশোর জেলা শাখা। পরিচালনা করে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট যশোর জেলা শাখা। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলো- মহামায়া সেবা কল্প বাংলাদেশ।

অনুষ্ঠানে গীতা পাঠ প্রতিযোগিতা হয় ‘ক’ এবং ‘খ’ দুটি বিভাগে। ‘ক’ বিভাগে প্রথম হয় দিবাকর দাস, ২য় সমিরন দাস এবং তৃতীয় স্থান অধিকার করে পুতুল দাস। ‘খ’ বিভাগে প্রথম হয় দিশা দাস, ২য় তন্ময় বিশ্বাস এবং তৃতীয় স্থান অধিকার করে প্রলয় কুমার দাস।

শঙ্খধ্বনি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে শ্রাবন্তী দাস, ২য় বৃষ্ট দাস এবং তৃতীয় স্থান অধিকার করে স্মৃতি দাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি- সিরাজুল ইসলাম মানিক, ৫ নং ওয়ার্ড বিএনপি যশোর পৌরসভা। বিশেষ অতিথিঃ মাধব দাস, মাতবর, গোরাপাড়া গ্রাম কমিটি। ভরত দাস,সভাপতি গোরাপাড়া সার্বজনীন পূজা মন্দির কমিটি। বাবলু দাস, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ পুজা উদযাপন কমিটি যশোর সদর শাখা। প্রান্ত দাস সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট যশোর জেলা শাখা। এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই বিষয়ে মহামায়া সেবা কল্পের প্রতিষ্ঠাতা, বাংলাদেশে জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য শ্রী শুভজিৎ বিশ্বাস বলেন, আমরা পুরো বাংলাদেশের সনাতনী হিন্দুদেরকে শিক্ষা, শক্তি ও ভক্তির মাধ্যমে আলোকিত এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে দেখতে চাই এর জন্য যা যা করা প্রয়োজন তা আমরা অবশ্যই করব।