মা-মেয়ের অর্ধগলিত রহস্যজনক মরদেহ উদ্ধার।

ছবি: রহস্যজনক মরদেহ।
ছবি: রহস্যজনক মরদেহ।

বদ্ধ ঘর থেকে মা-মেয়ের অর্ধগলিত রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে।

২৯ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার ভূল্লী থানাধীন আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মা-মেয়ে হলেন একই গ্রামের জগদীশ চন্দ্র রায়ের স্ত্রী সমিলা রানী (৪৫) ও মেয়ে শাপল রানী (১৮)।

প্রতিবেশী ননী চন্দ্র বলেন, সমিলা রানী তার শারীরিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বাড়িতে একা থাকতেন। বিকেলে এনজিও মাঠকর্মী এসে খোঁজাখুঁজি করলে তাদের কোনো সাড়াশব্দ মেলেনি৷ ঘরের দরজা বন্ধ ছিল। একপর্যায়ে ঘর থেকে চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

প্রতিবেশী পুষ্পা রাণী বলেন, পাশের বাড়িটা আমাদের। আমরা সকালে কাজে যাই সন্ধ্যায় আসি। কয়েক দিন থেকেই তাদের বাইরে দেখিনি। বাড়ি এসে শুনি, ঘরের ভেতরে ওনারা মারা গেছেন। ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল।

ভূল্লী থানার উপপরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি৷ আসার পর ভেতর থেকে দরজা বন্ধ ছিল। দরজায় স্পর্শ করার পর বিদ্যুতের সংযোগ মিলেছে৷ শর্টসার্কিটের কারণে মৃত্যু ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের কাজ শেষ হলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *