আইনজীবী ভাস্কর বাগচির মরদেহ উদ্ধার।

ছবি: নিহত আইনজীবী ভাস্কর বাগচি।

আইনজীবী ভাস্কর বাগচির (৪৮) রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

৪অক্টোবর শনিবার রাত ৮টার দিকে, নাটোর জেলা পৌরসভার লালবাজার মহল্লার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ভাস্কর বাগচি একই এলাকার চান্দু বাগচির ছেলে। তিনি নাটোর জজ কোর্টের আইনজীবী ও সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, রাতে পরিবারের লোকজন ভাস্কর বাগচিকে ঘরে দেখতে না পেয়ে খোঁজখুঁজি শুরু করেন। পরে নিজ বাড়ির সিঁড়ির রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম বলেন, ময়নাতদন্তের পরই নিশ্চিতভাবে বলা যাবে এটি আত্মহত্যা না অন্য কিছু। পাশাপাশি আত্মহত্যার পেছনের কারণও তদন্তে বেরিয়ে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *