
শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে পুজা মন্ডপের দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের উপর সংঘবদ্ধ হামলা ঘটনায় ৪জন স্বেচ্ছাসেবক গুরুতর আহত হয়েছেন।
এই হামলার ঘটনা ঘটে ৩ অক্টোবর সকালে লালমনিরহাট জেলা আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের ভাদাই রহিমা বাজার এলাকায় ।
জানাযায়, গত ৩০ সেপ্টেম্বর রাতে দুর্গাপূজা উপলক্ষে মন্দির থেকে বাড়ি ফেরার পথে হিন্দু মেয়ে ও নারীদের কে স্থানীয় কয়েকজন যুব অশ্লীল কথাবার্তা বলে উত্ত্যক্ত করে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে সাথে সাথে মীমাংসা করা হলেও এর জের ধরে ৩ অক্টোবর সকালে ভাদাই রহিমা বাজার এলাকায় মন্দিরের স্বেচ্ছাসেবক সদস্য অনুকুল চন্দ্র রায় (২২) ও নয়ন চন্দ্র রায় (১৭)-এর উপর লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।
এ সময় অনুকুল চন্দ্র রায়ের মাথায় লোহার রডের আঘাতে গুরুতর জখম হয় এবং নয়ন চন্দ্র রায়ের শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও কালো জখম হয়। পরে তাদের উদ্ধারে গেলে স্বেচ্ছাসেবক তীর্থ চন্দ্র রায় (২১) ও গোপাল চন্দ্র রায় (৪৮)-এর উপরও হামলা চালানো হয়। ধারালো ছোড়ার আঘাতে গোপাল চন্দ্র রায় রক্তাক্ত জখম হন এবং লাঠি ও রডের আঘাতে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এছাড়াও হামলাকারীরা তাঁদের শ্বাসরুদ্ধ করে হত্যা চেষ্টা চালায়।
সভাপতি শ্রী বিশাম চন্দ্র রায় জানান, পূর্বপরিকল্পিতভাবে ২০ জন নামীয় আসামি ও আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি এই হামলায় অংশ নেয়।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করে নাই।