হিন্দু হওয়াটা যেন ইয়াশ রোহানের অপরাধ।

ছবি: অভিনেতা ইয়াশ রোহান।

শারদীয় দুর্গাপুজায় বিজয়ার শুভেচ্ছা জানিয়ে বিপাকে পড়েছেন অভিনেতা ইয়াশ রোহান।

ইয়াশ রোহান ছোটপর্দার একজন জনপ্রিয় অভিনেতা। এই অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়ার শুভেচ্ছা জানানোর কারণে মুসলিমদের তীব্র আক্রমণের শিকার হয়েছেন।

গত ২রা অক্টোবর বৃহস্পতিবার নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন ইয়াশ রোহান। ওই ছবিতে তাকে দেখা যায় দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে আছেন, কপালে সিঁদুর রেখা।

এই ছবিটি পোস্ট করার পরই মুসলিমরা আক্রমণ করে বসে।

ওই পোস্টের কমেন্টে কনজ্যোতিকা আফরিন নামে একজন লিখেছেন, ‘ইয়ে ডান্ডি আগে জানতাম না তো।’

আবু হানিফ নামের একজন লিখেছেন, ‘ভাই আপনার নাটক অনেক দেখেছি। আজ থেকে দেখা হবে কিনা জানি না। কারণ ভাবছিলাম মুসলিম। আর নাটকগুলো ভালোই লাগত।’

মেহেদী হাসান শিয়াব নামের একজন লিখেছেন, ‘যাদের দেব-দেবীদের সোজা দার করিয়ে রাখার জন্য বাসের প্রয়োজন হয়। যারা নিজেরাই নিজেদেরকে দাঁড়িয়ে রাখার ক্ষমতা নাই তারা কেমন করে ভগবান হতে পারে আমার বুঝে আসেনা। এখনো সময় আছে নিজের বাস্তবিক ধর্ম চিনে নাও।’

রিয়াজ নামের একজন লিখেছেন, ‘মুসলিম ভেবে ফলোয়ার ছিলাম, আজকে আনফলো করে দিলাম।’

ফাইম মাহামুদ নামের একজন লিখেছেন, ‘তুই হ্লা হিন্দু? আজকে জানলাম।’

অধিকাংশ মন্তব্যই এমনই। যারা ঘোষণা করছেন ইয়াশ রোহানের নাটক আর দেখবেন না।

হাজার হাজার মন্তব্যে ভরে গেছে ইয়াশ রোহানের ফেসবুক পোস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *