ফেনী হিন্দু শিক্ষককে পিটিয়ে আহত করেছে।

সরিষাদী বালিকা বিদ্যানিকেতনের সহকারী প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাসকে পিটিয়ে আহত করেছে

ঘটানাটি ঘটেছে ১৪ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নে।

জানাযায়, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর মৃণাল কান্তি দাসকে নিয়ে ক্ষুদ্ধ হয়ে উঠে একটি মহল। এরপর চিন্ময় কৃষ্ণপ্রভুর মুক্তি দাবিতে ফেনী শহরে ইসকনের মিছিলে নেতৃত্ব দেয়ার পর মৃণালকে স্কুলে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পরবর্তীতে তিনি স্কুলে গিয়ে অবরুদ্ধ হলে পুলিশ উদ্ধার করে। এরপর দীর্ঘদিন তিনি আর স্কুলে য়াননি। বৃহস্পতিবার সকালে মৃণালকে নিয়ে ওই স্কুলে যান জেলা শিক্ষক সমিতির সভাপতি এ টি এম সামছুল হক চৌধুরীসহ কয়েকজন শিক্ষক। কিন্তু স্থানীয়দের বাধার মুখে মৃণাল কান্তি স্কুলে ঢুকতে পারেননি। পরে বাড়ি ফেরার পথে রেললাইনের পাশে মৃণাল কান্তি দাসকে পিটিয়ে আহত করে।

জেলা শিক্ষক সমিতির সভাপতি এ টি এম সামছুল হক চৌধুরী বলেন, তিনি সহ শিক্ষক নেতারা মৃণালকে স্কুলে ফেরাতে চেয়েছিলেন। পরে বাড়ি ফেরার পথে রেললাইন সংলগ্ন স্থানে মৃণালকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা জানান, সহকারী প্রধান শিক্ষককে ইতিপূর্বে অবরুদ্ধ থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ওই শিক্ষকের স্কুলে যাওয়ার বিষয়ে তাকে জানানো হয়নি। হামলার ঘটনা জেনে পুলিশ পাঠানো হয়েছে।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল দাস জানান, ঘটনাটি তারা শুনেছেন। তবে এ ব্যাপারে লিখিত অভিযোগ পাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *