
আজ ১৮ আগষ্ট সময় টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে সীতাকুন্ড চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের চেষ্টার সত্যতা শিকার করলেন মুফতি হারুন ইজহার।
ঢাকার ব্যবসায়ি মুফতি সাইফুল ইসলাম ১৬ আগষ্ট হিন্দুদের তীর্থস্থান চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করে, পর্যটকদের জন্য উপযুক্ত কোনো জায়গায় একটা মসজিদ দরকার এবং এ বিষয়ে তারা অর্থায়নে আগ্রহী এই প্রস্তাব রাখেন হারুন ইজহারের কাছে। এই সময় হারুন ইজহার মসজিদ তৈরির প্রস্তাব একজন মুসলিম হিসেবে তিনি সাধুবাদ জানার এবং সর্মথন করেন। এই বক্তব্য দিয়েছেন হারুন ইজহার সময় টিভির সাক্ষাৎকারে।
এখানে স্পষ্ট ব্যবসায়ি মুফতি সাইফুল ইসলাম হিন্দুদের তীর্থস্থান চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করেন এবং চন্দ্রনাথ পাহাড়েই মসজিদ তৈরির প্রস্তাব রাখেন।
এখানে কোথায় ইকোপার্কের কথা উল্লেখ করা হয় নাই।

এছাড়াও ঢাকার ব্যবসায়ি মুফতি সাইফুল ইসলাম হিন্দুদের তীর্থস্থান চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করেছেন তিনি ইকোপার্ক ভ্রমণ করেন নাই। আরও একটা জায়গায় স্পষ্ট, মুফতি সাইফুল ইসলাম তার ফেসবুক পোস্টে স্পষ্ট লিখেছেন, “সীতাকুণ্ড পর্বতের চূড়ায় মসজিদ ৯০% কনফার্ম।, আলহামদুলিল্লাহ্।”

মুফতি সাইফুল ইসলাম আর এক ফেসবুক পোস্টে বলেন, “মসজিদের সাথে মন্দির থাকতে পারে। অথচ সীতাকুণ্ড পর্বতে নামাজ আদায় করতে দেওয়া হয় না। এবিষয়ে কারো ভ্রুক্ষেপ নেই ধর্মীয় দাঙ্গা করে করা? আওয়াজ উঠাই সীতাকুণ্ড পর্বতে নামাজের জায়গা চাই।”
মুফতি সাইফুল ইসলামের ফেসবুক পোস্ট ভাইরাল হলে এবং হিন্দু সম্প্রদায়ে মাঝে ক্ষোভের সৃষ্টি হলে হারুন ইজহার বলার চেষ্টা করেন সীতাকুন্ড চন্দ্রনাথ পাহাড় নয় ইকোপার্ক এলাকায় মসজিদ নির্মাণ নিয়ে আলোচনা হয়েছে মুফতি সাইফুল ইসলামের সাথে। এছাড়াও হারুন ইজহার মসজিদ নির্মাণের চেষ্টাকে রাজনৈতিক রং লাগিয়ে তিনি দায় এড়ানোর চেষ্টা করছেন।
সীতাকুণ্ড পর্বতের চূড়ায় মসজিদ নির্মাণ চেষ্টার বিষয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক ত্রিকালকন্ঠকে বলেন, “মক্কার সীমানার চারপাশে “only Muslims” (শুধুমাত্র মুসলিম) লেখা সাইনবোর্ড টানানো আছে। চট্টগ্রামের চন্দ্রনাথ ধামের চতুর্দিকে ” শুধুমাত্র সনাতনী” সাইনবোর্ড টানানো হোক। অসনাতনীদের প্রবেশ অবৈধ ও বে- আইনী ঘোষনা করা হোক। এটা করতে হবে চট্টগ্রামের ডিসিকে। সনাতনীরা ডিসির কাছে এই মর্মে স্মারকলিপি প্রদান করুক।”
সীতাকুণ্ড পর্বতের চূড়ায় মসজিদ নির্মাণ চেষ্টার বিষয়ে বাংলাদেশ সনাতন পার্টির সাধারন সম্পাদক এডভোকেট সুমন কুমার রায় ত্রিকালকন্ঠকে বলেন, “সনাতনী সম্প্রদায়ের পবিত্র তীর্থস্থান সীতাকুন্ডু নিয়ে কোন ষড়যন্ত্র সনাতনী সম্প্রদায় মেনে নিবে না। সারা বিশ্বের সকল সনাতনী সম্প্রদায়কে নিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে। এই ধরনের ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থিতিশীল করার জন্য একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, তাদের মূল লক্ষ্য এদেশ থেকে হিন্দু শূন্য করা। যার পরিনতি এ দেশের সকল শান্তিপ্রিয় জনগনের জন্য ভয়ংকর হতে পারে।