
রাঙামাটি জেলা কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে হামলা ও ভাংচুরের ঘটনায় এজাহারভুক্ত তিনজনকে গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন— চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের পূর্ব পাড়া নবগ্রামের মো. ইলিয়াস মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৪), একই এলাকার মো. বদি আলমের ছেলে মো. রাকিব (২২) এবং চন্দ্রঘোনা ইউনিয়নের ফেরিঘাট আমতলী এলাকার মো. হানিফের ছেলে মো. শহিদ প্রকাশ শ্রাবণ (১৮)।
কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু বলেন, “রাঙ্গুনিয়ার বনগ্রাম, নবগ্রাম ও ফেরিঘাট আমতলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
গত ১৬ আগস্ট শনিবার সকালে চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার এক বখাটে যুবক মিশন এলাকার পালক প্রধানের সাথে খারাপ আচরণ করে। এসময় হাসপাতালের সিকিউরিটি গার্ডরা এর প্রতিবাদ করেন এবং তাকে এলাকা ত্যাগ করতে বলেন। এর জের ধরে একইদিন বিকালে অভিযুক্ত যুবকের নেতৃত্বে ৪০-৫০ জন সন্ত্রাসীদল হাসপাতালে অতর্কিত হামলা চালায়। তারা হাসপাতালে কাঁচ ভাঙচুর করে, ভেঙে ফেলে একটি গাড়ি এবং গ্যারেজ এবং তাদের বাধা দিলে তিনজনকে দেশীয় অস্ত্রের সাহায্য আঘাত করে গুরুতর আহত করে চলে যায়। এসময় অকথ্য ভাষায় গালাগাল করেন তারা। এতে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা আতংকিত হয়ে পড়েন। সন্ত্রাসীদের এমন কান্ডে মুহুর্তে পুরো হাসপাতাল এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।