
ত্রিকালকন্ঠ
২১ আগষ্ট ২০২৫
স্কুলে যাওয়ার পথে প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে হামলার শিকার হয়েছেন।
২১ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পৌর এলাকার বিওসি রোডে এ ঘটনা ঘটে। শিক্ষক শ্যামল কান্তি দে চট্টগ্রাম জেলা পটিয়া উপজেলার হাঈদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বৃহস্পতিবার সকালে শ্যামল কান্তি দে সিএনজি অটোরিকশায় করে বিদ্যালয়ে যাচ্ছিলেন। এসময় মুখোশ পরা ৬–৭ জন সন্ত্রাসী অটোরিকশার পথরোধ করে তাকে গাড়ি থেকে নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। এতে গুরুতর রক্তাক্ত হয়ে আহত হয় শ্যামল কান্তি দে।
বর্তমানে আহত প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
শিক্ষক শ্যামল কান্তি দে বলেন,‘বিদ্যালয়ের সভাপতি নিয়োগকে কেন্দ্র করে এলাকার একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। এর আগেও আমাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। জীবনের নিরাপত্তা চেয়ে আমি পটিয়া থানায় দুটি সাধারণ ডায়েরিও করেছি।’
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগেও ভুক্তভোগী সাধারণ ডায়েরি করেছিলেন। সেই জিডির প্রেক্ষিতেই নিয়মিত মামলা হবে।