
সিরাজগঞ্জের বেলকুচি থানায় নবী কে অবমাননার অভিযোগে এক হিন্দু যুবককে মারধর করে থানায় সোপর্দ করেছে স্থানীয় মুসলিমরা।
২৮ আগষ্ট বৃহস্পতিবার সকালে স্থানীয় মুসলিমরা ওই হিন্দু যুবকের বাড়ি ঘেরাও করে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। পরে দুপুরের দিকে ওই হিন্দু যুবককে আসামি করে বেলকুচি থানায় একটি মামলা করেছে খোকন শেখ নামে এক ভ্যানচালক। পুলিশ যুবককে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ‘ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় স্থানীয়রা এক যুবককে ধরে গণপিটুনি দিয়ে থানায় দিয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। এক ভ্যানচালক মামলাটি করেছেন।’ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।