
আদিবাসী পাহাড়ি কিশোর সুমন মারমাকে(১৫) বলাৎকারের চেষ্টার অভিযোগে নাছির উদ্দিন(৫৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বলাৎকারের চেষ্টা ঘটনা ঘটে ২রা সেপ্টেম্বর মঙ্গলবার রাতে গুইমারা বাজার এলাকায় সেলিম নামের এক ব্যবসায়ীর কাচাঁমালের গোডাউনে।
গ্রেপ্তার ব্যবসায়ী নাছির উদ্দিন চট্টগ্রামের পাহাড়তলী এলাকার(মুরগী ফার্ম, রহমান আলী মিস্ত্রির বাড়ি) মৃত জমির আহমেদ এর ছেলে।
ভুক্তভোগী আদিবাসী কিশোর সুমন মারমা(১৫) রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের বাসিন্দা।
জানা যায়, কিশোর সুমন মারমা জীবিকার তাগিদে গুইমারা বাজারে শাহিনের চায়ের দোকানে কাজ করেন। সাপ্তাহিক হাট-বাজারের দুই দিন শনি ও মঙ্গলবারের আগের রাতগুলো তিনি কাঁচামাল ব্যবসায়ী সেলিমের কাচাঁমালের গোডাউনে রাতযাপন করতেন।
গত ১লা সেপ্টেম্বর সোমবার অভিযুক্ত নাছির উদ্দিন চট্টগ্রাম থেকে কাচাঁমাল কিনে গুইমারা বাজারে আসেন। বাজারে থাকার জায়গা না পেয়ে তিনি সেলিমের ওই গোডাউনে অবস্থান করেন।
এরপর ২রা সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত গভীর রাতে কিশোর সুমন মারমা গোডাউনে ঘুমিয়ে পড়লে নাছির উদ্দিন তার প্যান্ট খুলে ফেলার চেষ্টা করেন এবং তাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু দিতে থাকে। এক পর্যায়ে সুমন কৌশলে পালিয়ে যায় এবং বাজার প্রহরী ও ব্যবসায়ী সেলিমকে বিষয়টি জানায়।
এ ঘটনায় ভিকটিমের মা কমলা ত্রিপুরা গুইমারা থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে আসামি নাছির উদ্দিনকে গ্রেফতার করে।
গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২৫) এর ৯(৪)(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০১, তারিখ: ০২/০৯/২০২৫।’