
শঙ্খ নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক আদিবাসী যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মরদেহটি উদ্ধার করা হয়, ১৪ সেপ্টেম্বর রবিবার চট্টগ্রাম জেলা চন্দনাইশ উপজেলার দোহাজারী পশ্চিম কাটগড় অংশে শঙ্খ নদী থেকে। শঙ্খ নদীর পাড়ে ভাটার পানিতে মরদেহটি আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, চন্দনাইশ থানা অংশের শঙ্খ নদী থেকে উদ্ধার করা ওই যুবকের মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। তবে দেহের অবয়ব দেখে মনে হচ্ছে আদিবাসী। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।