ইন্দোনেশিয়ায় আন্তঃধর্মীয় সম্মেলনে গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

ছবি: সম্মেলনে বক্তব্য দিচ্ছেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকাতায় খ্রিষ্টান কনফারেন্স অব এশিয়ার উদ্যোগে ফ্রিডম অব রিলিজিয়ন অ্যান্ড রিলিজিয়াস মাইনোরিটিজ ইন এশিয়া’ শীর্ষক আন্তঃধর্মীয় সম্মেলন শুরু হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে শুরু হওয়া এই সম্মেলন টি চলবে পাঁচ দিনব্যাপী, আগামী ২০ সেপ্টেম্বর সমাপ্ত হবে সম্মেলন।

জাকার্তায় সম্মেলন উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী ড. নাসিরউদ্দিন ওমর। ড. নাসিরউদ্দিন ওমর বলেন, ‘আমরা ইন্দোনেশিয়ায় সর্ব ধর্মের সহাবস্থান নিশ্চিত করেছি। অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি এবং সকলের অধিকার নিশ্চিত করতে ইন্দোনেশিয়ান জাতি অঙ্গীকারবদ্ধ। এশিয়ার অন্য দেশসমূহের সরকার এবং নাগরিক সমাজকেও একই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

সম্মেলনে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের পক্ষে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব আ্যডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। বক্তব্যে গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের পক্ষে সমস্যা ও তার একমাত্র সমাধান সর্বস্তরে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন পদ্ধতি বাস্তবায়ন এর বিস্তারিত তথ্য বিশ্ব নেতৃবৃন্দের সামনে তুলে ধরেন।

সম্মেলনে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষে বক্তব্য রাখেন বৌদ্ধ ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের এবং খ্রিস্টান কমিউনিটির পক্ষে রেভারেন্ড জন সাগর কর্মকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *