
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল্লাহকে নিয়ে কটুক্তির মিথ্যা অভিযোগ তুলে, হিন্দু যুবক রবিন চন্দ্র রায় ভাস্করের বাড়িতে হামলা, ভাংচুর এবং লুটপাট করে স্থানীয় মুসলিমরা। আল্লাহকে নিয়ে কটুক্তির মিথ্যা অভিযোগে রবিন চন্দ্র রায় ভাস্কর কে গ্রেপ্তার করে পুলিশ।
এই ঘটনা ঘটে নীলফামারী জেলা ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া ১ নম্বর বাজার সংলগ্ন এলাকায়। গ্রেপ্তার রবিন চন্দ্র রায় ভাস্কর একই এলাকার রাজেন্দ্র রায় ভাস্করের ছেলে।
জানাযায়, রবিন রায় ফোন চার্জে রেখে বাইরে যায়। সে সময় দুই মুসলিম ছেলে রবিন রায়ের ফোন ব্যবহার করে আল্লাহকে নিয়ে কটুক্তি মূলক পোস্ট করে ফেসবুকে। এই ঘটনা জানার পর রবিন রায় উপজেলা প্রশাসন ও স্থানীয় জনগণের কাছে ক্ষমা চেয়েছে। তারপরও তার বাড়িতে হামলা করে স্থানীয় মুসলিমরা, রবিন রায় কে গ্রেপ্তার করে পুলিশ।
এই ঘটনায় সচেতন নাগরিকবৃন্দ, দোষীদের গ্রেপ্তার এবং রবিন রায়ের নিশর্তে মুক্তির দাবি জানান।