চট্টগ্রামে নবমীর রাতে আশীষ সরকারের বাসায় চুরি।

ছবি: আশীষ সরকারের বাসায় চুরি।

নবমীর রাতে আশীষ সরকারের খালি বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণলংকার চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী আশীষ সরকার বৃহস্পতিবার দুপুরে থানায় অভিযোগ দিয়েছেন।

এই ঘটনা ঘটে, ১লা অক্টোবর বুধবার দুর্গাপুজার নবমীর রাতে, চট্টগ্রাম জেলা আনোয়ারা উপজেলা সদর ইউনিয়নে বোয়ালগাঁও এলাকায়।

জানাযায়, আশীষ সরকার শারদীয় দুর্গাপূজার মহানবমীতে রাত ৯টার দিকে পরিবারের সবাইকে নিয়ে মণ্ডপে পুজা দেখতে যায়। রাত ১১টার দিকে বাসায় ফিরতেই দেখেন সব লন্ডভন্ড। ঘরের জানালাও কাটা। মুহূর্তেই বুঝতে পারেন তাঁর বাসায় চুরি হয়েছে। আলমারি খুলে দেখেন নগদ টাকা, সোনা কিছু নেই।

আলমারিতে থাকা ৩ ভরি সোনা ও ৮০ হাজার টাকা চুরি হয়েছে বলে জানান আশীষ সরকার।

আশীষ সরকার উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িচালক হিসেবে কর্মরত।

আশীষ সরকার বলেন, ‘পূজা দেখে ঘরে এসে দেখি মালামাল, সোনা ও টাকা চুরি হয়েছে। অনেক কষ্ট ও পরিশ্রম করে এসব মালামাল সংসারের জন্য জমিয়েছিলাম। কিন্তু দুই ঘণ্টায় সব শেষ হয়ে গেল।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ তাঁরা পেয়েছেন। তাঁরা জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *