
বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গে ভাংচুর করা হলো নির্মাণাধীন প্রতিমা। জগদ্ধাত্রী পুজার আগেই ভাংচুর করা হলো নির্মাণাধীন জগদ্ধাত্রী প্রতিমা।
এই ঘটনা ঘটে, ২৮ অক্টোবর মঙ্গলবার রাতে, ভারত পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দিরবাজার থানার মল্লিকপুরের বটতলা এলাকায়।
বটতলা এলাকার মৃৎশিল্পী ভক্ত দাসের কাছে কয়েকটি জগদ্ধাত্রী ঠাকুরের বায়না ছিল। সেই অনুযায়ী প্রতিমা গড়ার কাজ চলছিল। সেই আটচালার বারান্দাতে মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা এসে তিনটি প্রতিমার হাত, আঙ্গুল ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ ভেঙে দেয়।