কলকাতায় আটক তিন আফগান মুসলিম নাগরিক।

ছবি: তিন আফগান মুসলিম নাগরিক।

অবৈধভাবে ভারতীয় পরিচয়পত্র তৈরী করে কলকাতায় বসবাসের অভিযোগে আটক তিন আফগানিস্তানের নাগরিক।

আটক তিন আফগানিস্তানের নাগরিকের নাম আবদুল্লা খান,সাহেব খান এবং জলত খান।

সিকিউরিটি কন্ট্রোল দপ্তরের অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করে ভাবানীপুর থানার পুলিশ।

৩০ অক্টোবর বৃহস্পতিবার এই তিনজনজকে আদালতে তোলা হয়। আলিপুর আদালত ৬ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

এরা ভারতে বসবাসের জন্য জাল আধার কার্ড, ভোটার কার্ড-সহ অন্যান্য বহু নথিপত্র তৈরী করেছে।

আফগানিস্তানের এই তিন নাগরিক দক্ষিণ কলকাতায় বসবাস করতেন।

পুলিশ জানিয়েছে, আফগানিস্তানের পাসপোর্ট নিয়ে তাঁরা ভারতে প্রবেশ করে। আফগান পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও তিনজনেই ভারতে থেকে গিয়েছিলেন এবং ভারতীয় ভোটার, আধার ও প‍্যান কার্ড তৈরি করেন। আবদুল্লাহ খান ১৯৯৫ সালে, সাহেব খান ২০১৭ সালে এবং জলত খান ২০১৯ সালে ভারতে প্রবেশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *