
পশ্চিমবঙ্গের একটি কালী মন্দিরে চুরি এবং মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে।
এই ঘটনা ঘটে, ভারত পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগণা জেলার বেহালা সরশুনা থানা এলাকার বেহালার কালী মন্দিরে।
৩০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় গেট এদিক ওদিক অবস্থায় দেখেন স্থানীয়রা। আশপাশের লোকজন ও মন্দিরের সেবা-যত্নের দায়িত্বে থাকা লোকজনকে খবর দিলে তাঁরা এসে দেখেন প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অন্যান্য সামগ্রী। তারপরই মূর্তি লক্ষ্য করে তাঁরা দেখতে পান একটি গয়নাও নেই। সমস্ত লুট করা হয়েছে।
সকাল থেকে সব ঠিকই ছিল, দুপুরে এলাকা ফাঁকা থাকে, সেই সুযোগ নিয়ে এই ভয়ঙ্কর চুরি হয়েছে বলে মনে করা হচ্ছ। মূর্তি দেখে কেঁদে ফেলেন অনেকে। সকলের একটাই কথা, ‘ঠাকুরের মূর্তি ভাঙার সাহস হল কী করে! ভগবানকেও ছাড়বে না?’