
অস্ত্রের মুখে জিম্মি করে হিন্দু বাড়ি থেকে ১০ ভরি স্বর্ণ ও ৩ লাখ টাকা ডাকাতি করে নিয়ে গেছে।
এই ঘটনা ঘটে, ২৩ নভেম্বর রবিবার ভোরে ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের দক্ষিণ শিকারিপুর গ্রামের মৃত অনুপ বসুর ছেলে সজিব কুমার বসুর বাড়িতে।
সজিব কুমার বসু বলেন, ভোর সাড়ে ৪টার দিকে ঘুম ভাঙলে দেখেন তার দিকে বন্দুক তাক করা। চারজন মুখোশধারী লোক ঘরে ঢুকে তাকে ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে আটক করে। এরপর আলমারি ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণ ও ৩ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।
ওসি মামুন বলেন, ‘ভুক্তভোগীর পরিবার এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। তারা অভিযোগ দিলেই তদন্ত করা হবে।’