রংপুরে বন্যার্থীদের সহযোগিতায় নারী স্বেচ্ছাসেবীকে কটূক্তি : নিন্দার ঝড়

তন্ময় চন্দ্র দাস: রংপুরের তিস্তা নদীর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য শুকনো খাবার বিতরণ করতে গিয়ে কটূক্তির শিকার হয়েছেন “সনাতনী সেচ্ছাসেবী ফাউন্ডেশন” এর সদস্য নীলিমা রায় নীলা।

গতকাল ১৩ আগষ্ট বুধবার বন্যাকবলিত এলাকায় গিয়ে নীলিমা রায় নীলা ও তার সহযোগীরা হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

তবে ফেসবুক লাইভে খাবার বিতরণের দৃশ্য সম্প্রচারের সময় এক ব্যক্তি তার পোস্টে অশালীন ও আপত্তিকর মন্তব্য করেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।

নীলিমা রায় নীলা জানান, “আমরা কারো ধর্ম দেখে সাহায্য করিনি। পোশাকে কোনো অশ্লীলতা ছিল না, কথাবার্তায়ও কোনো অশোভনতা ছিল না। তবুও এভাবে গালিগালাজ সহ্য করতে হলো।”

প্রশাসনের কাছে তিনি ও সাধারণ মানুষ দাবি করেছেন— ওই ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে কেউ মানবিক কাজে জড়িত স্বেচ্ছাসেবীদের নিয়ে কটূক্তি করার সাহস না পায়।

উল্লেখ, টানা বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে রংপুর জেলার গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার তিস্তা তীরবর্তী চর, দ্বীপচর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার আশঙ্কায় অনেকেই ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন।
গতকাল ১৩ আগস্ট ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। একই সময়ে কাউনিয়া পয়েন্টে পানি ছিল বিপদসীমার ৩৩ সেন্টিমিটার নিচে।

তথ্য সংগ্রহ: তন্ময় চন্দ্র দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *