
হযরত মুহাম্মদ সা:-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে দিপু রায় (২৮) নামের এক হিন্দু যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৫ আগষ্ট শুক্রবার ভোরে পঞ্চগড় থেকে দিপু রায় কে গ্রেপ্তার করে ঠাকুরগাঁও সদর থানা ও ডিবি পুলিশের সমন্বিত একটি দল।
আটক দিপু রায় ঠাকুরগাঁও সদর উপজেলার হরিনারায়নপুর দিঘীডাঙ্গী গ্রামের দিনেশ চন্দ্র রায়ের ছেলে। দিপু রায় দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেসেঞ্জারে হযরত মুহাম্মদ কে কটুক্তির অভিযোগ উঠে দিপু রায়ের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় দিপুকে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করে স্থানীয় মুসলিমরা।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান, মহানবী সা:-কে নিয়ে ফেসবুক মেসেঞ্জারে একাধিক আপত্তিকর মন্তব্য করেছেন দিপু রায়। এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত সময়ের মধ্যে অভিযান চালিয়ে তাকে পার্শ্ববর্তী পঞ্চগড় জেলা থেকে আটক করেছি।