চাঁপাইনবাবগঞ্জে শ্রীকান্ত হাওলাদারের মরদেহ উদ্ধার।

ছবি: রহস্যজনক মরদেহ।
ছবি: রহস্যজনক মরদেহ।

শ্রীকান্ত হাওলাদার (৩৮) রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

২ অক্টোবর বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলা থেকে শ্রীকান্ত হাওলাদার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শ্রীকান্ত হাওলাদার একই উপজেলার কানসাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিলবাড়ি গ্রামের লবান হাওলাদারের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে শ্রীকান্ত হাওলাদার (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) আমগাছের সঙ্গে ফাঁস নেওয়া ওই যুবকের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। তিনি কানসাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিলবাড়ি গ্রামের লবান হাওলাদারের ছেলে।

জানাযায়, বুধবার দিবাগত রাত ১টা পর্যন্ত শ্রীকান্ত গ্রামের সার্বজনীন দুর্গামন্দিরে ছিলেন। কিন্তু এরপর আর তিনি বাড়ি ফিরে যাননি। পরিবার থেকে খোঁজ করেও তার সন্ধান মেলেনি।
পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শ্রীকান্তের বাড়ি ও গ্রামের মন্দিরের অদূরে একটি আমবাগানের আমগাছে শ্রীকান্তের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *