
হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম যুবককে বিয়ে করতে রাজি না হওয়ায়, বাড়িতে ঢুকে হিন্দু তরুণীকে কুপিয়ে হত্যা করেছে মুসলিম যুবক।
ঘটনাটি ঘটছে, ২রা আগষ্ট শনিবার রাতে, ভারত মধ্যপ্রদেশ রাজ্যের বুরহানপুর জেলার নেপালনগর থানা এলাকার নাওয়ারা গ্রামে। নিহত তরুণীর নাম ‘ভাগ্যশ্রী নামদেব ধানুক’। হত্যাকারী ওই মুসলিম যুবকের নাম ‘শেখ রইস’
জানাযায়, মুসলিম যুবক ‘শেখ রইস’ দীর্ঘদিন ধরেই ভাগ্যশ্রীকে হিন্দু ধর্ম ত্যাগ করে তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন। রাজি না হওয়ায় শনিবার রাতে বাড়িতে ঢুকে ভাগ্যশ্রীকে কুপিয়ে হত্যা করে ‘শেখ রইস’। ইতিমধ্যেই ‘শেখ রইস’ কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, প্রথমে ভাগ্যশ্রীর গলা কেটে হত্যা করে এবং মৃত্যু নিশ্চিত করতে শরীরে একাধিকবার ছুরির কোপ মারেন রইস। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণীর।
ভাগ্যশ্রীর বোন সুভদ্রা বাইয় বলেন, ‘রইস ওকে আগেও দিদিকে মেরেছেন, চুল ধরে টেনেছেন। বিয়ের জন্য ও ধর্ম পাল্টানোর জন্য চাপ দিচ্ছিলেন রইস। কিন্তু আমার দিদি রাজি হয়নি। তাই রাতে ঘরে ঢুকে দিদির গলা কেটে দেয়।’
হিন্দু সংগঠনগুলি এই ঘটনাকে ‘লাভ জিহাদ’ বলে দাবি করেছেন।
স্থানীয় হিন্দু সংগঠন জানায়, বিষয়টি নিয়ে ভাগ্যশ্রী কয়েকদিন আগেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন। তারপরেও পুলিশ যথাযথ ব্যবস্থা নেয় নাই।