
চট্টগ্রামের সীতাকুণ্ডে কর্মরত তিন হিন্দু সাংবাদিককে নানা ধরনের ট্যাগ দিয়ে হয়রানি করেছে কিছু উগ্রবাদী।
সীতাকুণ্ডে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি সৌমিত্র চক্রবর্তী, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি লিটন কুমার চৌধুরী এবং দৈনিক প্রথম আলোর প্রতিনিধি কৃষ্ণ চন্দ্র দাসকে নানা ধরনের ট্যাগ দিয়ে হয়রানি করা হয়েছে। একদল সাম্প্রদায়িক লোকজন ও কিছু সাংবাদিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে হয়রানি করছেন।
সীতাকুন্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু বলেন, আগামী ১৬ আগস্ট জন্মাষ্টমী অনুষ্ঠানকে কেন্দ্র করে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির উদ্দেশে অপপ্রচার করছে কিছু উগ্রবাদী। তারা সীতাকুণ্ডের তিন সাংবাদিকের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। যা মিথ্যা ও উদেশ্য প্রণোদিত। ওই সাম্প্রদায়িক গোষ্ঠী তিন সাংবাদিককে নানা ধরনের ট্যাগ দিয়ে হয়রানি করছেন, মব সৃষ্টির চেষ্টা করছেন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি বলেন, গুজব ছড়ানো কিছু ফেসবুক পেজ চিহ্নিত করা হয়েছে। তাদেরকে শনাক্তের চেষ্টা চলছে। দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনা হবে।