চন্দ্রনাথ পাহাড়ের সিঁড়ি দ্রুতই সংস্কার করা হবে: প্রেস সচিব।

ছবি: সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম
ছবি: সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম

চট্টগ্রাম সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত মন্দিরে যাতায়াতের সিঁড়ি গুলো দ্রুতই সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, চন্দ্রনাথ পাহাড়ের ১২০০ ফুট উঁচুতে হচ্ছে মন্দির। ওখানে সিঁড়ি বেয়ে যেতে হয়। ওই সিঁড়িটা যে অবস্থায় আছে সেটাকে আরো ডেভলপমেন্ট করা হবে। আজকে তিনজন উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যে, যাতে এই সিঁড়ির ডেভলপমেন্ট কাজটা খুব দ্রুত শুরু করা যায়।

২৭ আগষ্ট বুধবার সকালে রেলভবনে আয়োজিত এক বৈঠক শেষে এ কথা জানান প্রেস সচিব শফিকুল আলম।

রেলভবনে আয়োজিত বৈঠকে স্রাইন কমিটির সভাপতি অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, ‘পাহাড়ে অবস্থিত মন্দিরে যাতায়াতের সিঁড়ি এখন খুব একটা ভালো অবস্থায় নেই। দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।’

এ পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে চট্টগ্রামের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে ফোন করে সিঁড়ি সংস্কারের বিষয়ে ব্যবস্থা নিতে বলেন উপদেষ্টা ফাওজুল কবির খান।

এছাড়াও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ‘চন্দ্রনাথ মন্দিরের সঙ্গে ইতিহাস, ঐতিহ্য জড়িত। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো উসকানিমূলক কার্যক্রম বরদাশত করা হবে না। কোনো ধরনের উসকানির চিহ্ন দেখলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

একই বৈঠকে রাজধানী ঢাকার খিলক্ষেতে জোয়ার সাহারা মৌজায় মুসলিমদের জন্য দুটি মসজিদ ও হিন্দুদের একটি মন্দিরের জন্য জমি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *