সঞ্জু রানীর বাড়িতে হামলা ও মারধর করে সাদ্দাম গং।

ছবি: আহত সঞ্জু রানী।

বসতভিটা দখলের উদ্দেশ্যে হিন্দু বিধবা সঞ্জু রানীর(৬৫) বাড়িতে হামলা বসতঘর ভাংচুর ও সঞ্জু রানীকে(৬৫) মারধর করেছে প্রতিবেশী মোস্তাক আহমেদের ছেলে মোরশেদ আলী প্রকাশ সাদ্দাম( ৩৫) বাদশা মিয়া (৪০) ইসমাইল ও নারগিস বেগম গং।

বান্দরবান জেলা লামা উপজেলার লামার ফাইতং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সোনাইছড়ি মনিন্দ্র পাড়ায় এই হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী সঞ্জু রানী বলেন, আমার স্বামী ও আমার পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘদিন যাবত আমরা বসবাস করে আসছি। আমার স্বামীর মৃত্যুর পরে আমাকে, আমার এক মেয়ে ও দুই নাতি কে নির্মম অত্যাচার নির্যাতন ও প্রতিনিয়ত ভয়-ভীতি হুমকি প্রদর্শন করতেছে সাদ্দাম গং।

বর্তমানে আমার মেয়ে দেশের বাইরে থাকার সুযোগে সাদ্দাম গং আমাকে প্রায় সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাকে ও আমার দুই নাতিকে গুম করে ফেলব বলে প্রতিনিয়ত হুমকি দেয়। এখন আমি এবং আমার দুই নাতি সহ মানবতার জীবন যাপন করছি।

ভুক্তভুগি আরো বলেন, সাদ্দাম গং হুমকি দিয়ে বলে আমার নামে কোথায় অভিযোগ করিলে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে আমাকে খুন করিবে এবং লাস গুম করিবে বলিয়া প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেয়।

ভুক্তভোগী বৃদ্ধ অসহায় বিধবা সঞ্জু রানী দুই মোটু ডাল ভাত খেয়ে নাতি নাতনিদের নিয়ে বেঁচে থাকার জন্য এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগীতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *