
রাতের আধারে মন্দিরের কালী প্রতিমা ও শিব প্রতিমা ভাঙচুর করেছে। এই ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
২৮ আগষ্ট বৃহস্পতিবার রাতের অন্ধকারে নীলফামারী জেলা সদর উপজেলার কুন্দপুকুর পাড়ায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে মন্দিরের মূল গর্ভগৃহে থাকা কালী প্রতিমা, শিবলিঙ্গ এবং মহাদেবের প্রতিমা ভাংচুর করে। সকালে পূজারিরা নিয়মিত পূজা দিতে এসে এই দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন।
খবরটি মুহূর্তেই গ্রামে ছড়িয়ে পড়লে শত শত মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে প্রতিবাদ জানাতে শুরু করে।