
বান্দরবানের ‘এএইচএন’ নামের একটি ইটভাটা থেকে দুই হিন্দু শ্রমিককে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভাটা মালিক ও কর্মীরা। পুলিশ বলতেছে, অপহরণ কিংবা ধরে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো তথ্য নেই।
৩ সেপ্টেম্বর বুধবার রাত ১০টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের লামারপাড়া এলাকার ‘এএইচএন’ নামের ইটভাটা থেকে শ্রমিক জয় নাথ (৫৫) এবং তপন দাশ (৬৫) অপহরণের শিকার হয়েছে বলে জানায় ইটভাটার মালিক বান্দরবান সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ।
শ্রমিক জয় নাথ বান্দরবান সদরের বালাঘাটা এলাকার বাসিন্দা এবং তপন দাশ চট্টগ্রাম জেলা আমিরাবাদ উপজেলার সুখছড়ি এলাকার বাসিন্দা।
বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ বলছেন, “অপহরণ কিংবা ধরে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো তথ্য নেই। তবে দুজন শ্রমিককে বুধবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে শুনেছি।”
সুনীল দাশ নামের ইটভাটার এক কর্মী বলেন, “প্রতিদিনের মতো বাজার থেকে ফেরার পর তপন নিজ রুমে বিশ্রাম নিতে যান। জয়ও তখন রুমে ছিলেন। এরপর দীর্ঘক্ষণ তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে সহকর্মীরা খোঁজ নিতে গেলে রুম ফাঁকা দেখতে পান। পরে তপনের মোবাইলে কল দিলে ‘অচেনা’ একজন ব্যক্তি ফোন ধরে বলেন যে, তারা আশপাশেই আছেন। ইটভাটার বিষয়ে আলোচনা হচ্ছে। এর কিছুক্ষণ পর থেকেই জয় ও তপন দুইজনের ফোন বন্ধ পাওয়া যায়। এরপর স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলেও তাদের আর হদিস মেলেনি।”
সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, “আমরা স্থানীয়ভাবে অনেক খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোথাও তাদেরকে পাওয়া যায়নি। পাশে ঝিড়িতে পায়ের ছাপ পাওয়া গেছে। তবে কে বা কারা নিয়ে গেছে তা জানা যায়নি।”
ইটভাটার মালিক আব্দুল কুদ্দুছ বলেন, “আমার ভাটার কারও সঙ্গে কোনো বিরোধ বা লেনদেন বাকি নেই। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে, তা আমাদের জানা নেই।”