
ধান ব্যবসায়ী ক্ষিতীশ চন্দ্র দাসের (৬৫) নিথর দেহ সিলেটের জাফলং এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
১৬সেপ্টেম্বর সোমবার সকাল ৯টার দিকে সিলেটের জাফলং এলাকা থেকে ক্ষিতীশ চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ক্ষিতীশ চন্দ্র দাস হবিগঞ্জ জেলা বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের ধান ব্যবসায়ী।
জানা যায়, ১৫ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টার দিকে ক্ষিতীশ চন্দ্র দাস ব্যবসায়িক কাজে হবিগঞ্জ শহরে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সদস্যরা আর যোগাযোগ করতে পারেননি। আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নিয়েও কোনো সন্ধান মেলেনি।
একদিন পর সোমবার সকালে জাফলং এলাকার একটি নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। কীভাবে তিনি সেখানে গেলেন এবং তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
হঠাৎ এই মৃত্যুতে ক্ষিতীশ চন্দ্র দাসের পরিবার, আত্মীয়স্বজন এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি একজন সুপরিচিত ধান ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।