
৩০০ বছরের পুরোন মন্দিরের জমি দখল। ভূমিদস্যুদের ভয়ে পূজা করতে পারছে না ভক্তরা।
চাঁদপুর জেলা মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার ৩নং ওয়ার্ড উত্তর বাড়ৈগাঁও গ্রামের দেবনাথ বাড়ির ৩০০ বছরের পুরোন শ্রী শ্রী শীতলা ও কালী মন্দিরের জমি দখল এবং মন্দির কমিটির সদস্যদের হয়রানি ও হুমকির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন।
১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভা এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করা হয়।
আরও পড়ুন
হিন্দু-মুসলিম বন্ধুত্ব, সর্বস্ব হারানোর আতঙ্কে হিন্দু পরিবার!
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি বক্তব্যদেন- রবি দেবনাথ, বলাই দেবনাথ, চন্দন দেবনাথ ও নগেন্দ্র দাস। বক্তব্যে তারা জানান, মন্দিরে হামলা করে প্রতিমা ও মন্দির ভাংচুর করে এবং মন্দিরের গাছ কেটে মন্দিরের জমি অবৈধ ভাবে দখল করে দেলোয়ার হোসেন দেলু, মুজিব ও শরিফুল্লা গং।
এছাড়াও অভিযুক্ত ভূমিদস্যুরা বাড়িতে প্রবেশ করে ব্রজলাল দেবনাথ ও অঞ্জলি দেবনাথ কে হুমকি-দমকি দিয়েছে।
অভিযুক্তদের হুমকি-দমকির ভয়ে আতঙ্কে আছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। ভয়ে মন্দিরে পূজা করতে পারছে না ভক্তরা।
বক্তরা মানববন্ধনে মন্দিরের জমি ফিরে পেতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।