ইউনূস সরকার আদিবাসীদের দাবিকে গুরুত্ব দেয় নাই: সন্তু লারমা

বাংলাদেশে অন্তর্বর্তী ইউনূস সরকার সংস্কারের নামে অনেক কমিশন করলেও সেখানে দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দাবিগুলোকে প্রাধান্য দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।

জাতীয় যুব দিবস উপলক্ষে ১২ আগষ্ট মঙ্গলবার সকালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এই অভিযোগ করেন।

জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেন, বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আলাদা সংস্কৃতি রয়েছে। তাদের নিজস্ব দাবি ও চাওয়া-পাওয়া আছে। কিন্তু সংস্কার কমিশনগুলো তাদের দাবি-দাওয়াকে গুরুত্ব দেয়নি। এ দেশে বাঙালিসহ ৫২ জাতির বসবাস রয়েছে। তাদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না।

বর্তমান যুব সমাজকে নীতি-আদর্শ লালন করে প্রগতিশীল চিন্তার আলোকে সমাজের বাস্তবতা মূল্যায়ন করে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন সন্তু লারমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *