কুমিল্লায় মন্দিরে হামলা, ভাংচুর এবং মলত্যাগ, আটক মুসলিম যুবক

কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের হাটাশ গ্রামের কালীমন্দিরে ভাঙচুর এবং মলত্যাগ করে মন্দির অপবিত্র করেছে। পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে মুসলিম যুবক মো. সাইফুল (২৮) কে আটক করা হয়েছে।

১১ আগষ্ট সোমবার দিবাগত মধ্যরাতে মন্দিরে ঢুকে ভাঙচুর এবং মলত্যাগ করে মন্দির অপবিত্র করে।।

জানা যায়, সোমবার মধ্যরাতে দুর্বৃত্তরা হামলা করে মন্দিরের একটি দেয়ালের রেলিং ভেঙে মন্দিরে ঢুকে কালী প্রতিমার শরীর থেকে কাপড় খুলে বাইরে ফেলে দেয়। পরে দুর্বৃত্তরা মন্দির ও নাটমন্দিরে থাকা বিভিন্ন ছবি ভাঙচুর করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা নাটমন্দিরের মাঝখানে মলত্যাগ করে পালিয়ে যায়।

মন্দিরের পুরোহিত শংকর দেবনাথ ও প্রতিবেশী উত্তম দেবনাথ বলেন, রাত ৪টার দিকে মন্দিরে ভাঙচুর হচ্ছে, এমনটা আঁচ করতে পেরে আমরা মন্দিরে এসে দেখি, দুর্বৃত্তরা মন্দির ও নাটমন্দিরে ভাঙচুর করে পালিয়ে যাচ্ছে। এ সময় মন্দিরের মাঝখানে মলত্যাগ দেখে আমরা বিস্মিত হই। পালানোর সময় আমরা সাইফুল নামে একজনকে ধরে ফেলি।

মন্দিরের সেক্রেটারি মনু দেবনাথ বলেন, ‘এ ঘটনার পর স্থানীয় হিন্দুদের মাঝে আতঙ্ক দেখা দেয়। পরে আমি নিজে বাদী হয়ে বাঙ্গরা থানায় মামলা করেছি।’

কুমিল্লা উত্তর বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দুলাল দেবনাথ ও মুরাদনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক সাহা বলেন, ‘এ রকম জঘন্য ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। মন্দিরের মাঝখানে মলত্যাগ করার বিষয়টি খুবই দুঃখজনক। আমরা দোষীদের কঠোর বিচার দেখতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *