কলকাতা হিন্দু গণহত্যার স্মরণে পদযাত্রা।

১৯৪৬ সালের ১৬ আগষ্ট কলকাতা হিন্দু গণহত্যার স্মরণে, কলকাতা হাই কোর্টের শর্তসাপেক্ষ অনুমতির পরে গত ১৬ আগষ্ট শুভেন্দুর নেতৃত্বে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা হয়েছে।

এছাড়াও একই দিনে কলকাতার আলিপুরে কলকাতা হিন্দু গনহত্যার ৭৯ বছর পর স্থাপন হয়েছে গোপাল মুখোপাধ‌্যায়ের মূর্তি।

শুভেন্দু অধিকারী জানান, ২০২৬ এ বিজেপি ক্ষমতায় আসলে কলকাতায় গোপাল মুখোপাধ‌্যায়ের নামে হবে রোডের নাম।

শুভেন্দু অধিকারী বলেন, “আসলে মহম্মদ আলী জিন্না কলকাতা-সহ অবিভক্ত বাংলা চেয়েছিলেন। অবিভক্ত বাংলায় তখন ৫৫ শতাংশ ছিল মুসলমান, ৪৫ শতাংশ ছিল হিন্দু। তাই কলকাতাতে হিন্দুদের একদম নির্মূল করার জন্য পরিকল্পিতভাবে দ্য গ্রেট ক্যালক্যাটা কিলিং সংগঠিত হয়েছিল ডাইরেক্ট অ্যাকশন ডে হিসাবে।”

“সেদিন কোনও হিন্দু বাদ যায়নি, অভিনেতা ছবি বিশ্বাস থেকে গণিতজ্ঞ যাদব চক্রবর্তী, গড়পার থানার হিন্দু পুলিশ থেকে রিপন কলেজের হিন্দু ছাত্র, ধর্মতলা রোডের বিখ্যাত কমলালয় স্টোর্স থেকে লোয়ার সার্কুলার রোডের লক্ষ্মীকান্ত দাসের সাইকেলের দোকান, রাজা দীনেন্দ্র স্ট্রিটের সমস্ত হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পলাশির যুদ্ধের থেকেও বেশি হিন্দুদের মৃত্যু হয় ওই দিন।”

One thought on “কলকাতা হিন্দু গণহত্যার স্মরণে পদযাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *