
নিখোঁজ দীপাংশু চৌধুরী শান্ত (২২) এর মরদেহ উদ্ধার করা হয়েছে নিখোঁজে ৪ দিন পর।
নিহত দীপাংশু চৌধুরী শান্ত সুনামগঞ্জ জেলা শাল্লা উপজেলার মুক্তারপুর গ্রামের দীপক চৌধুরীর ছেলে। দীপাংশু চৌধুরী শান্ত সিলেট এম.সি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলো।
জানাযায়, দীপাংশু চৌধুরী শান্ত গত ১৪ আগষ্ট বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে শাল্লা সদরের নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজের ৪ দিন পর ১৮ আগষ্ট সোমবার কিশোরগঞ্জ জেলার ইটনা মিটামইন এলাকার নদীতে থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়।